চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুতের তারে জড়িয়ে নুর হোসেন (২১) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে নুর হোসেন নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।