হাটহাজারীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার


হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। অভিযানে ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকার একটি বিল্ডিংয়ের পিছনের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খাইরুল ইসলাম জিহান (২৯), আজিম উদ্দিন মিজান (৩০) ও অপি দাশ (২৪)।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চৌধুরীহাট এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে উক্ত তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫টি পলিজার প্যাকেটে মোড়ানো সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) মজুদ করে বেচাকেনা করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।