চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতের মহানগর পিপি অফিস থেকে ১,৯১১ টি মামলার কেস ডকেট গায়েবের ঘটনায় চা বিক্রেতা মো. রাসেল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বাকলিয়ার বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালীর সতীশ বাবু লেইনের মফিজের ভাঙারির দোকান থেকে ৯ টি বস্তা ভর্তি কেস ডকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় বিভিন্ন চায়ের দোকানে কাজ করে আসছিলেন। বুধবারও তিনি আদালত পাড়ার নারী শিশু বিল্ডিং লাগোয়া গলির ভেতরে থাকা নাছিরের চায়ের দোকানে কাজ করেছিলেন। এর আগে তিনি নতুন আদালত ভবনের তৃতীয় তলার বাম পাশে কুদ্দুসের চায়ের দোকানে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ ডিসেম্বর রাসেলকে আদালত ভবনে উঠতে দেখা গেলেও সেদিন তিনি কোনো বস্তা নামাননি। ২৭ ও ২৮ ডিসেম্বর তিনি আবারো ভবনটিতে উঠেন এবং খালি হাতে নামেননি। ২৭ ডিসেম্বর বিকালে একটি এবং ২৮ ডিসেম্বর বিকালে একটি বস্তা তাকে নামাতে দেখা যায়।
গ্রেপ্তারের পর রাসেল পুলিশকে জানান, তিনি আদালতের ক্লিনারদের নির্দেশে দুটি বস্তা সরিয়ে ১৬ টাকা কেজি দরে ৮১০ টাকায় বিক্রি করেছিলেন। বাকি কেস ডকেট কারা সরিয়েছিল তা তিনি জানেন না।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন জানান, “আমরা আরো বিশদভাবে বিষয়টি দেখছি। তার সাথে আরো কেউ ঘটনায় জড়িত রয়েছে কী না তা আমরা খতিয়ে দেখব। এ ঘটনার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তাও খতিয়ে দেখা হবে।”
তিনি আরও জানান, “ঘটনার পর থেকে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম জড়িতদের ও গায়েব হওয়া কেস ডকেটের। কোতোয়ালী এলাকার প্রায় ১০ থেকে ১৫ টি ভাঙারি দোকানে গিয়ে আমরা ব্যর্থ হই। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া রাসেলের ছবি সোর্সকে দেখাতেই তিনি তাকে চিনতে পারেন। পরে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেস ডকেট উদ্ধার করি।”
গ্রেপ্তারকৃত রাসেলকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।