কক্সবাজার সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, সাবেক কাউন্সিলর আটক


কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় শেখ হাসান ইফতেখার ওরফে চালু নামে একজনকে আটক করেছে র‍্যাব। আটক চালু খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার পর কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে ইফতেখারকে আটক করা হয় বলে জানান র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইফতেখারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন। হোটেল গোল্ডেন হিলের অতিথি লিপিবদ্ধ বই অনুসারে, তাদের সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। রুমি নামের ওই নারী পলাতক রয়েছেন বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।

র‍্যাব আরও জানায়, হোটেলটির অভ্যর্থনা কক্ষের সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু।