বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

লোহাগাড়ায় সাড়ে তিন লাখ ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি হবে

প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০২৫ | ১০:০৪ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে তিন লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পুটিবিলা ও চুনতি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুটিবিলা ইউনিয়নের মাদার চর এলাকা থেকে ১ লাখ ১০ হাজার ঘনফুট, রামবিলা থেকে ৯০ হাজার ঘনফুট এবং নলবুনিয়া থেকে ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

অপরদিকে চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার ভাঙ্গাব্রীজ থেকে ১২ হাজার ঘনফুট, পানত্রিশা জামতল থেকে ১৮ হাজার ঘনফুট এবং পানত্রিশা কিল্লাখোলা থেকে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

তবে অভিযানকালে বালু ব্যবসায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইনামুল হাছান বলেন, “অবৈধ উপায়ে কোনো ধরনের বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত বালু আগামীকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে বলেও তিনি জানান।