বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বাঁশখালীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০২৫ | ৯:৫৩ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীর প্রধান সড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. আবুল কাশেম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাধনপুর ইউনিয়নের ঝিঁনঝি ফকির মাজারের উত্তর পাশে প্রধান সড়কের উপর এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিঁনজি ফকির মাজারের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেম নামে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ হাত দূরে গিয়ে ছিটকে পড়েন আবুল কাশেম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিহতের ভাগ্নে সোহান উদ্দিন জানান।

এ বিষয়ে বাঁশখালী থানার রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আর এই বিষয়ে লিখিত কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।