চট্টগ্রাম: নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিউমার্কেট থেকে নতুন ব্রিজ পর্যন্ত মাহিন্দ্র গাড়ির চলাচল নিয়ে এ সংঘর্ষ হয়।
এ ঘটনার জের ধরে রাত ৮টা পর্যন্ত ওই রুটে মাহিন্দ্র চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রুটে নিয়মিত চলাচলকারী অসংখ্য যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর থেকে বেশিরভাগ যাত্রীকে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় করে গন্তব্যে ফিরতে দেখা গেছে।
এদিকে, পুলিশ বলছে, চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের পরিচালনা কমিটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, “পরিবহন শ্রমিকদের পরিচালনা কমিটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
নতুন ব্রিজ-নিউমার্কেট রুটে চলাচলকারী যাত্রীরা জানান, হঠাৎ করে মাহিন্দ্র গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে নারীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। অনেকে বাধ্য হয়ে অটোরিকশায় বেশি ভাড়ায় চলাচল করছেন।
এই ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।