কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় রাসেল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব শেখ (৩২) নামে আরেকজন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৩টার দিকে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ ওই গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রপাড়া গ্রামের পাইকপাড়া রাস্তায় এক মেয়েকে উত্ত্যক্ত করছিলেন রাসেল। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এসে রাসেলকে ধাওয়া করে। পরে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় রাসেলের সঙ্গে থাকা রাজিব পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রাসেল ও রাজিবকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আহত রাজিব শেখ জানান, এলাকার বেশ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের কয়েকজনের নামও উল্লেখ করেন।
এদিকে, নিহত রাসেলের পরিবারের সদস্যরা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখানে একজন মারা যান।”
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।