চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন। সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে তাকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করে। নেজামকে গ্রেপ্তার দেখানোর দাবিতে পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তবে পুলিশ জানিয়েছে, নেজাম যে মামলার আসামি সেটি সিআর মামলা এবং তদন্তাধীন। তাই তাকে গ্রেপ্তার দেখানোর কোনো সুযোগ নেই।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নেজাম বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের হয়ে তাদের ওপর নির্যাতন চালিয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।
চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ অভিযোগ করেন, “বাকলিয়ায় থাকাকালীন নেজাম আমাদের যেখানে পেয়েছে সেখানেই মেরেছেন। তিনি আমাকে লাঠি দিয়ে গাড়ির ভেতর ঢুকিয়ে মেরেছিলেন।”
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, নেজাম পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যে মামলার আসামি মামলাটি আদালতে হয়েছে এবং তদন্তাধীন বিষয়।
মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “উনি এখন চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে অভিযোগ দিলে তারপর দেখা যাবে।”
উল্লেখ্য, নেজাম বর্তমানে ঢাকায় সিআইডিতে কর্মরত। এর আগে তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানা, নগরের কোতোয়ালী, বাকলিয়া ও সদরঘাট থানার ওসি ছিলেন।