মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

লোহাগাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ ৫ জানুয়ারী ২০২৫ | ৩:২৫ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে রমিজ উদ্দিন (৩৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রমিজ কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলার বারবাকিয়া ঝারাবিন্যার এলাকার সৈয়দ আলমের পুত্র।

গত শনিবার সকাল ১১টার দিকে আমিরাবাদ রাজঘাটা এলাকায় গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। রবিবার সকাল ৮টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রমিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার তিন সন্তান রয়েছে। প্রতি সপ্তাহে তিনি বাড়িতে ফিরতেন।

নিহতের স্ত্রী জায়তুন নুর জানান, গাছ থেকে পড়ে যাওয়ার পর তার স্বামীকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলাম জানান, গাছ থেকে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।