রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যশোরে ভারত পাচারের উদ্দে‌শ্যে আনা বাঘ-সিংহের ৪টি শাবক উদ্ধার

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৭ | ৭:৫০ অপরাহ্ন

আরিফুজ্জামান বেনাপোল প্রতিনিধি : যশোরে ভারতে পাচারের উদ্দে‌শ্যে আনা একটি বিলাসবহুল প্রাডো ল্যান্ডক্রুজার গাড়ি থেকে সিংহ ও চিতা বাঘের চারটি শাবক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে অভিযান চালিয়ে শাবকগুলোকে উদ্ধারের পাশাপাশি গাড়িটি থেকে আটক করা হয় দুইজনকে।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ বলেন, গোপন খব‌রে জানতে পে‌রে, বেনাপোলগামী ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-২৭৯০) থেকে কার্টুন ভর্তি দু’টি চিতা বাঘ ও দু’টি সিংহের শাবক উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা দু’টিকে চিতা বাঘের শাবক এবং অপর দু’টিকে সিংহের শাবক বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার চকপাড়া-বশিপুড়া গ্রামের আহাদ আলী সর্দারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, রাজধানীর উত্তরা থেকে বাঘ-সিংহের শাবকগুলোকে যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বন কর্মকর্তারা শাবকগুলোকে চিতা বাঘ এবং সিংহের বাচ্চা হিসেবে শনাক্ত করলেও খুলনা বিভাগীয় বন কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি সরেজমিনে দেখতে ইতোমধ্যে রওনা হয়েছেন।