রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি চায়ের দোকানে চুরি করতে গিয়ে দোকানির হাতেনাতে ধরা পড়েছেন এক চোর। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রাহ্মোত্তর ৫নং ওয়ার্ডের একটি চায়ের দোকানে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৩৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবু সৈয়দের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুসারে, ভোর চারটার দিকে জাহাঙ্গীর উক্ত চায়ের দোকানে চুরি করতে গেলে দোকানদার তাকে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ার পর জাহাঙ্গীর পালানোর চেষ্টা করলে দোকানির সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় দোকানদার চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীরকে আটক করা হয়। পরবর্তীতে সকাল দশটার দিকে স্থানীয়রা তাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশে হস্তান্তর করে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। তার কাছ থেকে চুরি করার একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর বিভিন্ন জায়গা থেকে ফোনে জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ আসছে। যদিও থানায় তার বিরুদ্ধে আগে কোনও অভিযোগ ছিল না।