সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কায়দায় মিনিবাসের চালককে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা প্রথমে একটি কালো মাইক্রোবাস দিয়ে মিনিবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। চালক বাস থামালে মাইক্রোবাস থেকে নেমে আসা ছিনতাইকারীরা তাকে ভয়-ভীতি দেখিয়ে সড়কের পাশে অন্ধকারে নিয়ে যায়। সেখানে চালককে মারধরের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। এরই মধ্যে মাইক্রোবাসে থাকা অন্য ছিনতাইকারীরা মিনিবাসটির ব্যাটারি ও চাবি খুলে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার মিনিবাস চালক মোহাম্মদ ইলিয়াছ জানান, তিনি কেরানীহাটে যাত্রী নামিয়ে দোহাজারীর দিকে যাচ্ছিলেন। খুনি বটতল এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার পকেট থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও ছিনতাইকারীদের কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।