বান্দরবান : খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে পার্বত্য অঞ্চলে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোনের (৩৮তম বেঙ্গল) তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
৩৮তম বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন দেবতাপাহাড় আওতাধীন ক্যাপলংপাড়ার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে স্থানীয় গির্জায় ধর্মযাজকদের বাইবেল এবং শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন।
এছাড়াও শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে স্থানীয় জনগণ মত প্রকাশ করেছেন।
উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করবে।