বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় সেচ স্কিম বসাতে বাধা ও পানির নালা ভরাটের অভিযোগ

প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৪ | ৪:৪০ অপরাহ্ন


রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কৃষি জমিতে সেচ দেওয়ার স্কিম বসাতে বাধা ও কৃষকের জমিতে সেচ নেওয়ার পানির নালা ভরাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে সমাধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্কিম ম্যানেজার ও কৃষক আবদুল সত্তার।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল, উত্তর খিলমোগল ব্লকের দক্ষিণ রাজানগর ও ঘাগড়া খিলমোগল স্কিমের একজন চাষি ও স্কিম ম্যানেজার তিনি।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিরা স্কিমটি সংস্কার করতে বাধা দিচ্ছে এবং পানি চলাচলের নালা ভরাট করে দিয়েছে।

ফলে কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না এবং চাষাবাদ ব্যাহত হচ্ছে।

অভিযুক্ত নাজিম উদ্দিন বলেন, “যেখানে স্কিম বসানো হয়েছে সেটি আমাদের দলিলভুক্ত জায়গা। আর সেই জায়গার কিছু অংশ আমরা সড়কের জন্য দিয়েছি। বিগত ৪৫ বছর আমরা তাদের স্কিম বসাতে বাধা দেয়নি। কিন্তু এখন আমরা আমাদের জায়গায় বাড়িঘর নির্মাণ করব। তাই বাধা দিচ্ছি।”

তিনি আরও জানান, স্কিমের কারণে তাদের জমি নদীতে ভাঙনের শিকার হচ্ছে।