রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিন গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের ইছাখালী এলাকায় পৌরসভার লক্ষীরখীল ও উত্তর ঘাটচেক ৫নং ওয়ার্ডের বাসিন্দারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা জানান, উপজেলার আপন ক্লাবের পেছন দিয়ে তিন গ্রামের মানুষ যে সড়ক দিয়ে চলাচল করে তা দখল করার চেষ্টা চলছে। সেখানে বেড়া দিয়ে পাকা দেয়াল নির্মাণ করা হচ্ছে।
তারা আরও জানান, এ বিষয়ে পৌরসভা কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি।
এর প্রতিবাদ করায় এলাকার জনগণ ও সমাজের নেতৃবৃন্দদের হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।