বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চট্টগ্রামে নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আওয়ামী লীগ নেতার নাম এম এ আজিজ। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালী থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

ওসি আবদুল করিম বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা যাচাই-বাছাই করে দেখছি।”