বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মেঘনায় সারবাহী জাহাজে সাত খুন: স্বজনদের আহাজারি, তদন্ত কমিটি গঠন

প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৪ | ৩:১৪ অপরাহ্ন


চাঁদপুর : চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজ এমভি আল-বাখেরায় সংঘটিত সাত খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ গ্রহণ করতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে ভিড় করেছেন স্বজনেরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। এদিকে, শিল্প মন্ত্রণালয় এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল সোমবার রাতে নিহতদের সাতটি লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়। আজ মঙ্গলবার ভোর থেকেই স্বজনেরা লাশ নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করেন। কিন্তু ময়নাতদন্ত সম্পন্ন না হওয়ায় তারা লাশ নিতে পারেননি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ আখন্দ জানান, লাশগুলোর সুরতহাল শেষে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত লস্কর শেখ সবুজের (২৭) ছোট ভাই এবং নিহত মাস্টার গোলাম কিবরিয়ার (৬৫) ভাগনে ফরিদপুরের সাদিকুর রহমান হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, তারা খবর পেয়ে লাশ নিতে এসে দেখেছেন সবার শরীরে একই ধরনের আঘাতের চিহ্ন। তাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিহত ইঞ্জিনচালক সালাউদ্দিন মোল্লার (৪০) চাচাতো ভাই ও আরেক জাহাজের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, তারা গতকাল দুপুরে ফেসবুকের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর পান। তিনি মনে করেন, এটি ডাকাতির ঘটনা নয়, কারণ দুর্বৃত্তরা হত্যার পর কোনো কিছু নেয়নি। তার অভিযোগ, এটি একটি পরিকল্পিত ঘটনা। এই নৌ রুটে ব্যাপক চাঁদাবাজি চলে এবং যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়। চাঁদা না দিলে মারধর করা হয়। বিষয়টি প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেয় না। সম্ভবত সেই চাঁদাবাজরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

নিহত মাজেদুল ইসলামের (১৭) বাবা আনিসুর রহমান সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। স্বজনেরা জানান, এ ঘটনায় বেঁচে যাওয়া ফরিদপুরের জুয়েল (৩৫) ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌ পুলিশ পৃথকভাবে তদন্ত করছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও একজন যুগ্ম সচিবকে সদস্যসচিব করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।