মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হাটহাজারীতে প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯:৪৩ অপরাহ্ন


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ঐতিহ্যবাহী শিক্ষামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা-২৪ সোমবার (২৩ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় – এই তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরীর তত্বাবধানে মোট ১৫০ জন শিক্ষক কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও, পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, অধ্যাপক মেজর এম এন হুদা বিটিএফও (অব:), লায়ন ডাঃ হাফিজুর রহমান, মোশাররফ হোসেন চৌধুরী, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।