লোহাগাড়ায় প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে চুরি


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে দিন-দুপুরে প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর কলাউজান হিন্দুর হাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা জানে আলমের পরিবার দুপুরে বাড়িতে তালা দিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াতে যান। দাওয়াত শেষে বাসায় ফিরে দেখতে পান, বাসার দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে আলমারির দরজা ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, চোরেরা আলমারি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) একই এলাকার মৃত গুরা মিঞার স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লোহাগাড়া থানার এসআই মো. রায়হান বেপারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।