রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি জোরদার করা হয়েছে।
অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। পবিত্র রমজান মাসে কোনো সিন্ডিকেট বা মজুদদার যাতে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
এছাড়াও সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।