রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কর্ণফুলী সেতুর টোল প্লাজায় যানজট নিরসনে নতুন উদ্যোগ

প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৪ অপরাহ্ন

Toll plaza
চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট নিরসনে দুই পাশে আরও দুটি করে লেইন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বর্তমানে টোল প্লাজা এলাকায় দুই পাশে ৪টি করে ৮টি বুথ থাকলেও প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার তীব্র যানজটের সৃষ্টি হয়।

সওজ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানান, নতুন করে দুটি লেইন ও দুটি বুথ বাড়ানোর জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী জানুয়ারি থেকে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম যানজটের জন্য বশিরুজ্জামান চত্বর ও মইজ্জ্যারটেক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা গাড়ির স্টেশনগুলোকে দায়ী করেছেন। তিনি বলেন, এই স্টেশনগুলো থেকে যানজট শুরু হয়ে টোল প্লাজা পর্যন্ত চলে আসে।

শাহ আমানত সেতুর টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠান “সেল-ভ্যান জেভি”র প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ জানান, শাহ আমানত সেতু দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ২৭ হাজারের বেশি গাড়ি চলাচল করে। ছুটির দিনে এই সংখ্যা আরও বেড়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়।

স্থানীয়রা বলছেন, টোল প্লাজায় যানজট কমাতে অন্তত আরও চারটি লেইন বাড়ানো প্রয়োজন। সেই সাথে ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

যাত্রী ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, টোল আদায়ে ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে যানজট সমস্যা আরও প্রকট হচ্ছে।