রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পটিয়ায় বাসের ধাক্কায় মিনিবাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত

প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ন


চট্টগ্রাম : পটিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হয়।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি মিনিবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও চারজন আহত হন।

নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মোঃ ভোলা (৫০) ও সাবু (৬০)।

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনের বক্তব্য জানা যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।