রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০২৪ | ৩:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর বন্দর থানাধীন নেভাল বার্থ-০৬ এর পিছনে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নিহতের পরনে ছিল নীল রঙের ফুল জিন্স প্যান্ট, কালো হুডি ও সাদা গেঞ্জি। মৃতদেহটি লম্বায় প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। মৃতের মাথার চুল কালো ও লম্বা। মুখমন্ডল গোলাকার।

মৃতদেহটি অর্ধগলিত ও পচা অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে তারা নৌ পুলিশকে খবর দেন।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ আরও জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।