হাটহাজারী প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “ভিনদেশি আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন।”
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মীর হেলাল আরও বলেন, “গত ১৫ বছর যারা স্বৈরাচারের দোসর কিংবা তাদের সহযোগী ছিল, যারা মামলা-হামলার ভয়ে ঘরে লুকিয়ে ছিল, তারা এখন রাস্তায় নেমেছে। অনেকে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির চোর-ডাকাত দিয়ে দল ভারী করার চেষ্টা করছে। তারা আবার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করছে।”
চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলার আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন প্রমুখ।