শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নরসিংদীতে ছেলের দা’র আঘাতে মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০২৪ | ৮:১৩ অপরাহ্ন


নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবোতে ছেলের দা’র আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাফিয়া বেগম বাড়ির আঙিনা পরিষ্কার করার সময় তার ছোট ছেলে তোফাজ্জল হোসেন সুজন তাকে গালিগালাজ করতে থাকে। সাফিয়া বেগম প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে।

আহত অবস্থায় প্রতিবেশীরা সাফিয়া বেগমকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে তৌহিদ হোসেন বেলাবো থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তোফাজ্জল হোসেন সুজন, তার স্ত্রী রেখা আক্তার এবং ছেলে আসিফ মিয়াকে আসামি করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যে তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।