শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাংবাদিক ও শিক্ষার্থীর উপর হামলা: দোষীদের গ্রেপ্তারের দাবি শাহজাহান চৌধুরীর

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৬ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম (২৯) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদের (২৫) উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, “আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি স্বৈরাচারের দোসর, কুখ্যাত সন্ত্রাসী ও কলাউজান ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান এবং তার সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকের উপর হামলার এই ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে এবং জনগণের বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমি পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এসময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরের ঘটনা ঘটছে। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, ডা. মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল, শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আরমান, মির্জা তামিম প্রমুখ।