চট্টগ্রাম: নগরীর খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে কলোনি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল জানান, “দুপুরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। মৃত যুবকের আনুমানিক বয়স ২৮ বছর। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন থেকে চার দিন আগের।”
এসআই বেলাল আরও জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় এবং তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।