হাটহাজারী প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ি হাটহাজারী উপজেলায়। অসুস্থ মাকে দেখতে সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফিরোজ আহমেদ (৪৭)। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন তিনি, তার স্ত্রী শাহিন আকতার (২৯) ও ৬ মাস বয়সী শিশুপুত্র জাহেদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীতমুখী একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফিরোজ, শাহিন ও জাহেদুল নিহত হন। এ ঘটনায় তাদের দুই সন্তান শাহেদ (৭) ও জান্নাত (৪) আহত হন। তাদের চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
নিহত ফিরোজ আহমেদ হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের আলী শাহ ফকির বাড়ীর মৃত মুন্সি মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে চকরিয়ায় ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশার মেকানিক হিসেবে কাজ করতেন। গ্রামের বাড়িতে অসুস্থ মাকে দেখতে পরিবার নিয়ে সিএনজি যোগে চট্টগ্রাম আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের লাশ গ্রামের বাড়িতে নেয়ার পর রাত এগারটার দিকে মধ্যম মাদার্শার আলী শাহ ফকির বাড়ী সংলগ্ন মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় নিহত অপর দুইজন হলেন সিএনজি চালক পেকুয়া ইউপির ধনিয়াকাটা এলাকার মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের সোনালি বাজার এলাকার আবদুর রহমান (২৯)।