চট্টগ্রাম: নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ বৃহস্পতিবার থেকে টোল আদায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে টোল আদায় শুরু হতে পারে।
৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে টোল আদায়ের কথা ছিল। ইতোমধ্যে মন্ত্রণালয় টোলের হার নির্ধারণ করে দিয়েছে এবং সিডিএ পতেঙ্গা প্রান্তে টোল প্লাজা নির্মাণ করেছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে টোলের টাকা সরাসরি ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যবস্থা চালু হলেই টোল আদায় শুরু হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রাখা হয়েছে। টোলের হার নির্ধারণ করা হয়েছে যানবাহনের ধরণ এবং ওঠানামার পয়েন্টের ভিত্তিতে।
উল্লেখ্য, বর্তমানে মুরাদপুর ও বেবি সুপার মার্কেটের সামনে থেকে উঠে লালখান বাজারে নামা যাবে। পতেঙ্গা প্রান্ত থেকে উঠলে লালখান বাজার পর্যন্ত টোল দিতে হবে।
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে লেখা।