রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকার মৃত্যু


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে আহত হওয়ার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে।

নিহত রূপালী দে (৩০) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

গত ৯ ডিসেম্বর রান্না করার সময় দুর্ঘটনাবশত তিনি আগুনে পুড়ে যান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, পুলিশ নিহতের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলেছে। কোন পক্ষ থেকেই কোন অভিযোগ পাওয়া যায়নি।