৭০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেয়াল! হাটহাজারীতে চলাচলের দুর্ভোগ


হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে ৭০ বছরের পুরোনো একটি রাস্তায় দেয়াল তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাটহাজারী থানাধীন নন্দীরহাটের মাহমুদাবাদ এলাকায় জেশন ব্রিডার্স (প্রকাশ ফাতেমা ফার্ম) এর পশ্চিম পাশে বসবাসকারীদের যাতায়াতের একমাত্র রাস্তাটিতে দেয়াল তুলে দিয়েছেন মো. আবুল মনছুর নামে এক ব্যক্তি।

ফলে ওই এলাকার বাসিন্দারা তাদের বসতভিটায় যাতায়াত, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাতায়াত, এমনকি মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যেতেও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ অবস্থায়, সর্বসাধারণের চলাচলের রাস্তাটি থেকে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং আবুল মনছুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, প্রধান প্রাণী সম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং হাটহাজারী মডেল থানা বরাবর আবেদন জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল মনছুর বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার পিএস, আরএস, বিএস সব ডকুমেন্টস আপডেট আছে। এছাড়া বিষয়টি ইউএনও অফিস এবং ভূমি অফিসে শুনানির প্রক্রিয়াও চলমান। যৌথ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হবে। পরিমাপ করে শুনানিতে এসি ল্যান্ড মহোদয় যে সিদ্ধান্ত দিবেন সেটা আমি মেনে নিতে প্রস্তুত আছি।”

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, তিনি ছুটিতে আছেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলার পরামর্শ দেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিন বলেন, “বিষয়টি নিয়ে গতকাল উভয় পক্ষের উপস্থিতিতে একটি শুনানি করেছি। এ ব্যাপারে একজন সার্ভেয়ার দিয়ে সরেজমিনে গিয়ে যাচাই পূর্বক পরিমাপ করে একটা সুষ্ঠু সমাধান দেয়া হবে।”