রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালের মুখে অবস্থিত রাবার ড্যামের রাবার অংশ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এতে শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য জমিতে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষকরা চরম উদ্বেগের মধ্যে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের আঁধারে কে বা কারা এই অপরাধ সংঘটিত করে। এলাকাবাসীর অভিযোগ, এতে প্রায় ৪০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিলক ও পদুয়া ইউনিয়নের তৈলাভাঙা বিল, নারিশ্চা বিলসহ শত শত হেক্টর জমিতে বোরো ধান চাষ ব্যাহত হতে পারে।
কৃষক শামসুল আলম জানান, “এ মৌসুমে আমি ৩০০ কেজি ধান বীজ বপন করেছি। পানির অভাবে আমার সব শেষ হয়ে যাবে।”
স্থানীয় কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী তালুকদার বলেন, “এলাকার প্রায় ৫ হাজার কৃষক এই রাবার ড্যামের উপর নির্ভরশীল। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা প্রকৌশলী ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং ড্যামটি তাড়াতাড়ি মেরামতের চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, কৃষকদের ক্ষতি নিরসনে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।