শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

| প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ন


কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট: ক্যারিবিয়ানদের ঘরের মাঠে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। রবিবার সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে টাইগার বোলারদের তোপে ধরাশায়ী হয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০২ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিকরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

১৩০ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংকে (০) আউট করে দলকে প্রথম সাফল্য এনে দেন। এরপর তিনি নিজের দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচারকে (৪) ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি আরও বিপর্যস্ত করে তোলেন।

দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর জনসন চার্লস (২) ও নিকোলাস পুরাণকে (১) সাজঘরে ফিরিয়ে দেন মেহেদী হাসান মি রাজ। হাসান মাহমুদ (১/১৭) ও তানজিম হাসান সাকিব (১/১৫) একটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনের ধারা অব্যাহত রাখেন।

এক পর্যায়ে ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। তবে রোস্টন চেজ (৩২) ও আকিল হোসেন (৩২) ৭ম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলকে somewhat নিয়ন্ত্রণে আনেন।

শেষ পর্যন্ত রিশাদ হোসেন (২/২৪) এই জুটি ভাঙেন। ১৭তম ওভারে রিশাদের বলে বোল্ড হয়ে ফিরে যান চেজ। এরপর একই ওভারে গুদাকেশ মোতিকে (০) আউট করে রিশাদ বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

শেষ দিকে আলজারি জোসেফকে (৭) সাকিব এবং আকিল হোসেনকে (৩২) তাসকিন (৩/২০) সাজঘরে ফিরিয়ে দিলে বাংলাদেশ ২৭ রানের এক উল্লেখযোগ্য জয় অর্জন করে।

এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে গত ৬ বছরে প্রথম সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৭ উইকেটে ১২৯ রান (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১০২/১০ (১৯.২ ওভার)

ফলাফল: বাংলাদেশ ২৭ রানে বিজয়ী।