ঢাকা: ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উন্মোচনে জাতীয় স্বাধীন কমিটি গঠন আপাতত সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ হিসেবে তারা জানিয়েছে, এই ঘটনায় দুটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ এ তথ্য জানায়।
গত মাসে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের আবেদন জানিয়ে রিট দায়ের করেন। পরে তারা স্বরাষ্ট্র সচিব বরাবর একটি আবেদন করেন এবং এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিবকে ১০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় যে, জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু রোববার তারা জানায় যে, দুটি মামলা চলমান থাকায় আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক স্মারকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। একটি মামলার বিচার হাইকোর্ট বিভাগে শেষ হয়েছে এবং বর্তমানে আপিল বিভাগে শুনানি চলমান রয়েছে।
অপর মামলাটি বকশীবাজারের অস্থায়ী আদালতে বিচারাধীন। এ অবস্থায় জাতীয় কমিটি গঠন আদালতের আদেশের সাথে সাংঘর্ষিক হবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।