রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির জনপ্রশাসন সংস্কারে একগুচ্ছ সুপারিশ

প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৩ অপরাহ্ন

বিএনপি লোগো
ঢাকা : জনপ্রশাসন সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা সরকারের কাছে জমা দিয়েছে বিএনপি। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এই সুপারিশ তুলে দেওয়া হয়।

বিএনপির জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, গত ১৬ বছরে প্রশাসনে যেসব দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা নিয়োগ পেয়েছেন তাদের অনতিবিলম্বে চিহ্নিত করতে হবে। যাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে তাদের অব্যাহতি, ওএসডি করা অথবা কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার সুপারিশ করা হয়েছে।

এছাড়াও, গত ১৫ বছরে যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাদের অন্যায়ভাবে ওএসডি করা হয়েছে, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাঁদের ভূতাপেক্ষ পদোন্নতি সহ চুক্তিভিত্তিক পুনঃনিয়োগের সুপারিশ করেছে বিএনপি।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনে আমূল সংস্কার প্রয়োজন। তারা প্রশাসকদের জনগণের সেবক হিসেবে দেখতে চান। এই লক্ষ্যে তারা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলেছেন।