সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব: ইলিয়াছ-আবছারের নেতৃত্বে নতুন কমিটি

প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৪ | ৫:২৬ অপরাহ্ন


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি এবং মো. নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ, কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্বাস হোসাইন আফতাব (প্রথম আলো, এশিয়ান টিভি, চট্টগ্রাম মঞ্চ)। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এম এ মতিন (মানবকন্ঠ)।

মোয়াজ্জেম হোসেন কায়সার (একুশে পত্রিকা) অর্থ সম্পাদক এবং আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা) এবং মাসুদ নাসির (দৈনিক সমকাল, পূর্বদেশ)।

এছাড়াও সভায় রাঙ্গুনিয়ায় কর্মরত ৭ জন নতুন সদস্যকে সংগঠনের সদস্যপদ প্রদান করা হয়।

উল্লেখ্য, সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার (দৈনিক কালের কন্ঠ, পূর্বকোণ) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় শহীদ বুদ্ধিজীবী, জুলাই-আগস্টে শহীদ এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।