হেফাজত আমিরের মাদ্রাসায় সম্মেলনে মানুষের ঢল


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়ে জনসমুদ্র সৃষ্টি হয়েছে। হেফাজত আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর এই মাদ্রাসায় হাজার হাজার মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন শেষ হয় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে। দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরী।

এর আগে নানা বিষয়ে ধর্মীয় আলোচনায় উপস্থিতিদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহর জিকির, নবীজি (সা.)-এর ত্যাগ ও তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার প্রতি জোর তাগিদ দেন আমন্ত্রিত ওয়ায়েজিনগণ। তাছাড়া রাষ্ট্র ও সমাজের প্রতি ধর্মপ্রাণ মুসলমান নর-নারীর দায়বদ্ধতার বিষয়েও ওয়াজ পেশ করা হয়।

মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং মাওলানা হারুন আজিজি নদবী, মাওলানা মুফতি রহিম উল্লাহ শাহনগরী ও মাওলানা মুফতী ইকবাল আজিমপুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও তাকরীর পেশ করেন মাওলানা আইয়ুব বাবনুগরী, মাওলানা মাহফুজুল হক, গাজী সানাউল্লাহ রহমানি, মুফতি মুনিরুল হক কাসেমী, মুফতি মিজানুর রহমান বুখারী, মাওলানা নুর আহমেদ, মাওলানা শেখ আহমদ, মুফতি জসিম উদ্দিন, জাকারিয়া আজাহারী, মাওলানা মো. লোকমান, মুফতী আরশাদ রহমানী, মাওলানা ইসমাইল খান, মুফতি সাখাওয়াত, মুফতি রেজাউল করিম, জুনায়েদ আল হাবীব, মুফতি আহমদ হাসান, মাওলানা মামুনুল হক ও মাওলানা আবদুল হক হক্কানী প্রমুখ।

সম্মেলনে দেশ ও দেশের বাইরের আমন্ত্রিত মেহমান, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও দূর-দূরান্তের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

এই দুই দিনের সম্মেলনকে কেন্দ্র করে মাদ্রাসার চারপাশে বিভিন্ন পণ্যসামগ্রীর লোকজ মেলা বসে। হরেক রকমের পণ্যের এই মেলায় নিত্য ব্যবহার্য তৈজষপত্র ও প্রয়োজনীয় আসবাবপত্র বিক্রি হতে দেখা গেছে।