শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ, ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২৪ | ২:১৮ অপরাহ্ন


সেন্ট কিটস: সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক যেন ইতিহাস গড়ার মাঠ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। মাত্র তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩০২ রানের বিশাল লক্ষ্যে নেমে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ছিলেন অভিষিক্ত আমির জাঙ্গু। ৮৩ বলে ১০৪ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি গড়ে তুলেছেন ম্যাচ জয়ের ভিত। চারটি ছক্কা ও ছয়টি চারে সাজানো ছিল তার ইনিংসটি। সপ্তম উইকেটে গুডাকেশ মোতির সঙ্গে তার ৯১ রানের বিস্ফোরক জুটি নিশ্চিত করে ক্যারিবিয়ানদের জয়। মোতি ৩১ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি করে ছক্কা ও চার।

এ জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করে জয়ের কীর্তি গড়ল। এর মধ্যে ওয়ার্নার পার্কে এটি তাদের প্রথম ৩০০ ছাড়ানো রান তাড়া করার সাফল্য।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচেই ২৯৫ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে আবারও ব্যাটিংয়ে নিজেদের আধিপত্য দেখিয়ে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে নতুন প্রতিভা জাঙ্গুর উত্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিষেকেই তার এমন নায়কোচিত পারফরম্যান্স ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন আশার আলো দেখাচ্ছে।