কর্ণফুলীতে গ্যারেজে আগুন, ৩৪ যানবাহন পুড়ে ছাই


চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডে ৩০টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল, ৩টি মাহিন্দ্র এবং পাশের একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরপাথরঘাটা ১নম্বর ওয়ার্ডের নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকায় নুরুল আমিনের মালিকানাধীন গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।