মেক্সিকোর সংসদে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ গ্রন্থের স্প্যানিশ সংস্করণ উন্মোচন


ওমর ফারুক হিমেল : মেক্সিকোর সংসদে ‘শিল্পাচার্য: মাস্টার অফ দ্য আর্টস- জয়নুল আবেদিন’ শীর্ষক পুস্তিকার স্প্যানিশ সংস্করণ উন্মোচন করেছে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস।

গত ১১ ডিসেম্বর মেক্সিকোর সিনেটের উচ্চকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাস এবং রুটা ৫ এই উদ্যোগ যৌথভাবে গ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনী, শিল্পকর্ম এবং মেক্সিকোর সাথে তার সাংস্কৃতিক সংযোগ তুলে ধরা হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি সিনেটর যেকল পোলেনেস্কি তার বক্তব্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং মেক্সিকোতে বাংলাদেশি ও এশীয় শিল্প প্রচারের গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে ‘মনপুরা ৭০’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এটি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনন্য শিল্পকর্মগুলোর সাথে পরিচিত করিয়ে দেয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, ‘এই পুস্তিকা মেক্সিকোর সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাংস্কৃতিক বিনিময়ের একটি চিরস্মরণীয় নিদর্শন।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ, রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ, শিল্পকলার পৃষ্ঠপোষক মার্গারিটা চাকন বাচে এবং কর্দোবার প্রতিনিধি হুয়ান ট্রেস জিলি।

পুস্তিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের অন্যান্য স্প্যানিশ ভাষায় প্রকাশিত পুস্তক (জাতীয় কবি নজরুল ইসলামের ‘সিন্ধু হিন্দোল’, ‘বিউটিফুল বাংলাদেশ’) নিয়ে আগ্রহ প্রকাশ করেন।