সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘পরকীয়া সম্পর্কের জেরে’ বাঁশখালীতে ১৩টি বসতঘর ভস্মীভূত, যুবক আটক

প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৪ | ৪:০৩ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ‘পরকীয়া সম্পর্কের জের’ ধরে অগ্নিসংযোগের ঘটনায় ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এ ঘটনায় ছালেহা বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কথিত প্রেমিক বাবুলকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চাম্বল জয়নগরপাড়া এলাকার বাবুলের সাথে প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ঝগড়াঝাটির একপর্যায়ে বাবুল রেজাউল করিমের ঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে স্থানীয়রা আগুন নেভান। কিন্তু গত রাতে বাবুল পুনরায় অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ। তখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত পরিবারের একজন কালুর স্ত্রী রোজিনা বেগম বলেন, ‘আমার পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বামী ফিশিং ট্রলারে কাজ করেন। তিনি কিস্তি পরিশোধের জন্য ৫০ হাজার টাকা পাঠিয়েছিলেন। টাকাগুলো উদ্ধার করতে গিয়ে আমার মুখে আগুন লেগেছে। কিন্তু টাকা উদ্ধার করতে পারিনি।’

ইমরান নামের এক স্কুলছাত্র বলেন, ‘আমার বার্ষিক পরীক্ষা চলছে। আজ বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু বইপুস্তক ও সার্টিফিকেট পুড়ে যাওয়ায় পরীক্ষা দিতে যাইনি।’

গাড়ি রক্ষা করতে গিয়ে আহত ছালেহা বেগম বলেন, ‘কিস্তির টাকায় একটি অটোরিকশা কিনেছিলাম। এটি ছিল আমার একমাত্র সম্বল। গাড়িটি আগুন থেকে রক্ষা করতে গিয়ে আমার কপালের একাংশ পুড়ে গেছে। কিন্তু গাড়ি রক্ষা করতে পারিনি।’

চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদ উল্লাহ বলেন, ‘বাবুলের সাথে স্থানীয় একজনের স্ত্রীর পরকীয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে। ছেলেটি স্থানীয় আরও কয়েকজন যুবতীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের আলাদা দু’টি টিম অগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় আমাদের গাড়ি পৌঁছাতে দেরি হয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বাবুল নামের এক যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’