হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে বুধবার (১২ ডিসেম্বর) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুল মাঠে আনুমানিক ২৭/২৮ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, “আমি ঘটনাস্থলে আছি। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।”
পুলিশ ধারণা করছে, যুবকটিকে হত্যা করে স্কুল মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে লাশের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।