রাঙ্গুনিয়া পৌরসভার সহকারী প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভকারীরা ঠিকমতো অফিস না করা, দরপত্র প্রদানে অনিয়ম, দর গোপন রাখা, স্বজনপ্রীতি, পতিত আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা করার অভিযোগ তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার জমির নিয়ম বহির্ভূতভাবে তার আত্মীয়কে অবৈধ সুযোগের মাধ্যমে কাজ পাইয়ে দেন এবং ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি কাজ করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।

রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ারুল করিম, পৌরসভা বিএনপি নেতা মো. ইউসুফ সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মো. ফারুকুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহেদুল ইসলাম ইফাক, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম প্রমুখ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

তবে, রাঙ্গুনিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।