চট্টগ্রাম বন্দরে ৫২ হাজার টন সয়াবিন তেল: রমজানে তেলের সংকট থাকবে না

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম : ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ৪টি জাহাজে করে ৫২ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার এবং আজ মঙ্গলবার, দুটি করে সয়াবিন তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। জাহাজগুলোতে টিকে গ্রুপের আমদানি করা ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন এবং মেঘনা গ্রুপের ৭ হাজার টন সয়াবিন তেল রয়েছে।

এমটি আরডমোর শায়ানি নামক একটি জাহাজ থেকে ইতোমধ্যে তেল খালাস করা হয়েছে এবং জাহাজটি বন্দর ত্যাগ করেছে। বর্তমানে এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের দুটি জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি করা অপরিশোধিত তেল কারখানায় পরিশোধন ও বোতলজাত করার পর বাজারে আসতে ১৪-১৫ দিন সময় লাগবে। বর্তমানে বাজারে সয়াবিন তেলের কোনো সংকট নেই এবং আসন্ন রমজান মাসেও তেলের ঘাটতি থাকবে না বলে তারা আশ্বাস দিয়েছেন।