হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন হাটহাজারীতে গুলিবিদ্ধ হয়ে নিহত অটোরিকশা চালক জামাল মোল্লার লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার কুলগাও জালালাবাদ এলাকায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী মডেল থানার উত্তর পাশে কাঁচা বাজার গলির সামনে চট্টগ্রাম-নাজিরহাট সড়কে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে জামাল মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চলতি বছরের ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন লাশ উত্তোলনের সত্যতা নিশ্চিত করেছেন।