সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পতেঙ্গায় নারীর গলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৪ | ৭:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম নাসিমা আক্তার। তিনি একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাসিমার স্বামী তাকে খুন করে পালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচ চলত। গতকাল বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’