রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামিন পেলেন ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকি কারণ

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ন


ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৮ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

মেজর সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের মামলা দায়ের করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার মামলায় ২০২২ সালের ২৭ জুলাই চুমকিকে ২১ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

মামলার শুরু থেকে চুমকি কারণ পলাতক ছিলেন। ২০২২ সালের ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

পরে চুমকি হাইকোর্টে আপিল করেন। সেই আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে রবিবার হাইকোর্ট তাকে জামিন দেন।