সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিটিজেনস্ ফোরামের যাত্রা শুরু, চট্টগ্রামে আরও শক্তিশালী হচ্ছে পুলিশি ব্যবস্থা

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৪ | ৭:৩৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরও বেশি।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের দামপাড়া সিএমপি লাইন্সের মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, সিটিজেনস্ ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশি সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন। সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নেই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন।

চট্টগ্রাম মহানগরের পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’ এর নবগঠিত কমিটি হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সিটিজেনস্ ফোরাম’ একটি অরাজনৈতিক সংগঠন। এই ফোরামে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।

উদ্বোধনের পর চট্টগ্রাম মহানগরের ৮৬ সদস্য, কোতোয়ালী থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানার ৪১, খুলশী থানার ৫৩, বায়েজিদ থানার ৫১, পাঁচলাইশ থানার ৪২, চান্দগাঁও থানার ৩৫, পাহাড়তলী থানার ৩৬, আকবরশাহ্ থানার ৪৫, হালিশহর থানার ৫৮, ডডবলমুরিং থানার ৪৯, বন্দর থানার ৩৭, ইপিজেড থানার ৩৬, পতেঙ্গা থানার ২৯ ও কর্ণফুলী থানার ৩১ সদস্যের কমিটি ঘোষিত হয়।

নগরের ১৬টি থানা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সবাই পরিচিত হন। কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে এই নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন ও তাদের কর্মপন্থা তুলে ধরেন।

গঠিত কমিটিসমূহের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমিপর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো.হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডা.আবু নাছের প্রমুখ।