শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৪ | ৬:১৬ অপরাহ্ন


দুবাই (সংযুক্ত আরব আমিরাত) : টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬০ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করে ১৯৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ভারত ৩৫.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয়।

বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। ভারতের ব্যাটারদের মধ্যে অন্যতম বৈভব সূর্যবংশী, যিনি চলতি টুর্নামেন্টে ভালো খেলছিলেন, তাকে ৭ বলে ৯ রানে আউট করেন মারুফ মৃধা। ইকবাল হোসেন ইমন ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৭ রানেই আউট হন ওপেনার কালাম সিদ্দিকি।

অধিনায়ক তামিম ইকবালও ২৮ বলে ১৬ রান করে আউট হন। রিজন হোসেন (৪৭) ও মোহাম্মদ শিহাব জেমস (৪০) ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

এই জয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল।